বিনোদন

জন-দিশার শুটিং আটকে দিল পুলিশ

করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ভারতের মুম্বাই শহরে আবারও শুরু হয়েছে কোভিড-১৯ আতঙ্ক। তাই স্থানীয়দের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

এমন অবস্থার মধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘এক ভিলেন রিটার্নস’-এর শুটিং। মহিত সুরির পরিচালনায় এতে অভিনয় করছেন জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটনি ও তারা সুতারিয়া। এছাড়া রয়েছে সিনেমার বড় প্রোডাকশন দল।

কিন্তু সেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কোনো রকম শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না কাজের সময়। এমন অভিযোগে শুটিং বন্ধ করে দিয়েছে মুম্বাই পুলিশ।

আবার কবে শুটিং শুরু হবে সেটি এখনও জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছে তারা কোনো ধরনের বিরতিতে যেতে চান না। স্বাস্থ্যবিধি ও সকল নিয়ম মেনে শিগগিরই কাজ শুরু করবেন।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’-এ জুটি বেঁধেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে। সিদ্ধার্থ মালহোত্রার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা এটি। প্রথম পর্বের জনপ্রিয়তার পরই সিক্যুয়েলের ঘোষণা দেন পরিচালক।

ভক্তদের প্রত্যাশা ছিল সিক্যুয়েলেও দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। কিন্তু পরিচালক নিলেন ভিন্ন সিদ্ধান্ত। আরও বড় বাজেটে দুই জুটিকে নিয়ে শুরু করলেন দ্বিতীয় পর্বের শুটিং।

Related Articles

Back to top button