শেখ রাসেল জয়োল্লাস অদম্য আত্নবিশ্বাস এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২২ যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বাহির হয়। র্যালীটি উপজলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সকাল ১০ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্প অর্পণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার হেমেন্দ্রনাথ মন্ডল, ও কালিগঞ্জ সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন, স্কুল শিক্ষার্থী জুই, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন, উপস্থিত বক্তিতা, কুইজ ও প্রেজেন্টেশন, প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষ্যে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রথম পুরস্কার পায় ভাড়াশিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান নলতা মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান পুরস্কার পায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় টেলিকনফারেন্স এর মাধ্যমে মোট ১৬ টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন। এছাড়া কালিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলে শেখ রাসেল দিবস পালিত হয়।