মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুবিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে চাঁদপুর জেলা যুবলীগের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যেছিল সুর্যোদয়ের পরে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, মাইক যোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, এতিমদের খাবার বিতরণ ও দোয়া মাহফিল।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর ১১ নং ওয়ার্ডের সাতানী পাটোয়ারী বাড়ি জামে মসজিদের আলোচনা, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের যুগ্ন আহবায় আবু পাটোয়ারীর সভাপতিত্বে জেলা যুবলীগের সদস্য নিলু হাওলাদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য হোসেন মাহমুদ হোসেন চাঁদপুর সদর থানা যুবলীগের সাবেক ত্রন ও সমাজ কল্যাণ সম্পাদক কালাম বকাউল সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সাতানী পাটোয়ারী বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আলোচনায় বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর কারতে হবে। জাতির পিতার এই বছরে যেন বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর করা যায় তাহলে জাতির জনকসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ ও সমাজ গড়তে বঙ্গবন্ধু কন্যার পাশে সব সময় রয়েছে। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।