জেলা প্রশাসনের উদ্যোগে নোয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত হয় দিনব্যাপী অনুষ্ঠানমালার।

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা,বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ফ্রিল্যান্সারদের মধ্যে ল্যাপটপ বিতরণ কার্যক্রমের মাধ্যমে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান সহ নোয়াখালী জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ।

এর আগে শেখ রাসেল দিবসে প্রতীকীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক। এছাড়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র‌্যাল করেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো।

মোঃ এনায়েত হোসেন

Related posts

Leave a Comment