বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জনসেবা, সহযোগিতা, সমৃদ্ধি এবং নতুন আশায় ঐক্যবদ্ধ হয়ে ১৫ বছর পাড়ি দিয়েছে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি -বিবিএস প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিরেড সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২০শে অক্টোবর) বিকেলে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি।

বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূঁইয়ার সঞ্চালনায় এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.সাইফুল ইসলাম ভূঁইয়া ইমন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন অধ্যাপক মোঃ নূরুল ইসলাম ভূঁইয়া সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এছাড়াও এই প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও বিরেড সম্মাননা প্রদান অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে আগত ভূঁইয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মুহাম্মদ বাদশাহ ভুঁইয়া

Related posts

Leave a Comment