শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে মেসার্স হাজারী স্যানিটারী এন্ড ডোর হাউজ এ আরএফএল এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর (এম.ডি) জনাব রথীন্দ্রনাথ পাল।
বাংলাদেশের শীর্ষ গ্রুপ “আরএফএল গ্রুপ” হাজারো শিক্ষিত বেকার যুবকদের স্বপ্ন দেখাচ্ছে বলে মন্তব্য করেন উক্ত আরএফএল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব রথীন্দ্রনাথ পাল।
মেসার্স হাজারী স্যানিটারী এন্ড ডোর হাউজ এর ডিলার জনাব আলী আজম তন্ময় এর সভাপতিত্বে, প্রতিষ্ঠানটির পরিচালক জনাব আশরাফুল ইসলাম এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপ এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জনাব রাশিদুল হাসান, এক্সক্লুসিভ ডেপুটি ম্যানেজার জনাব বনি আমিন শিমুল, শো-রুম রিজনাল ম্যানেজার জনাব রাসেদ সরদার, মেসার্স হাজারী স্যানিটারী এন্ড ডোর হাউজ এর ডিলার জনাব আলী আজম তন্ময় এর আম্মা, সাবেক ইউপি সদস্য (৭,৮,৯ নং ওয়ার্ড) জনাবা পেয়ারা বেগমসহ বেরনাইয়া বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ী ও সামাজিক বিশিষ্টজনেরা।