বিনোদন

টিকটক তারকার আত্মহত্যা

মার্কিন টিকটক তারকা ড্যাজারিয়া কুইন্ট নয়েস। মাত্র ১৮ বছর বয়সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এই তরুণী। জানা যায় মানসিক অবসাদের কারণে এমন সিদ্ধান্ত নেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ড্যাজারিয়া লেখেন, ‘এটা আমার শেষ পোস্ট।’

মঙ্গলবার মেয়ের মৃত্যুর খবর জানিয়ে ড্যাজারিয়ার বাবা বলেন, ‘আমার মেয়েকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তবে দুর্ভাগ্যজনক ও আর আমাদের মধ্যে নেই।’

‘গো ফান্ড মি’তে একটি অ্যাকাউন্ট তৈরি করে এ ঘটনার বিস্তারিত জানান ড্যাজারিয়ারেরদ বাবা। তিনি লেখেন, ‘আমার মেয়ে ছিল আমার বন্ধু। তাকে কবরে শোয়াতে হবে এমনটা কখনও ভাবতেও পারিনি। ড্যাজারিয়া সবসময় খুব হাসিখুশি থাকত। যখন বাড়ি ফিরতাম, তখন সে আমায় বাড়ির সামনের রাস্তায় দেখেই খুশি হয়ে যেত।’

তিনি আরও লেখেন, ‘ড্যাজারিয়া তার মানসিক অবসাদ নিয়ে যদি আমার সঙ্গে শেয়ার করত। তাহলে হয়তো আজ এমন পরিস্থিতি আমাকে দেখতে হতো না। এখন আমি যখন বাড়ি ফিরব, আমার জন্য কেউ আর অপেক্ষা করবে না। এখন তোমাকে স্বর্গের পরিদের সঙ্গে উড়ে যেতে দিতেই হবে। শুধু জেনো, বাবা তোমায় খুব খুব ভালোবাসে।’

ড্যাজারিয়া কুইন্ট নয়েসের ফলোয়ার সংখ্যা ১.৪ মিলিয়ন। ইনস্টাগ্রামেও তার ফলোয়ার সংখ্যাও অনেক। খুলেছিলেন একটি অনলাইন ব্যবসা। কিন্তু হঠাৎ বিষণ্ণতা ঘিরে ধরে। যা তাকে কেড়ে নিল অসময়ে।

Related Articles

Back to top button