খেলাটপ স্টোরি

টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে আসবে অস্ট্রেলিয়া

২০১৭ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসছে অস্ট্রেলিয়া। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচিতে থাকা টেস্ট খেলতে নয়, বরং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে টি-টোয়েন্টি খেলতে আসবেন স্টিভেন স্মিথরা, জানাচ্ছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।

তবে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) এর আওতায় সে সময় ইংল্যান্ডকেও আতিথ্য দেয়ার কথা বাংলাদেশের। তাই বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে একটা ত্রিদেশীয় সিরিজের সম্ভাবনাও আছে বেশ।

এর ফলে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজের সম্ভাবনা শেষ হয়ে গেছে। কারণ চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে আগামী এপ্রিলের মধ্যে সময় ফাঁকা নেই দু’দলের কারোই। তবে গেল এপ্রিলে সিরিজটা স্থগিত হওয়ার পর থেকেই আলোচনা চলছিল দুই বোর্ডের, কিন্তু ঐকমত্যে আর পৌঁছা হয়নি।

আসন্ন নিউজিল্যান্ড সফরের পর বাংলাদেশের পরবর্তী ব্যস্ততা থাকবে জুন মাসের দিকে। শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলেই বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে যাবে। এরপর সেপ্টেম্বর-অক্টোবরের দিকে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার জন্য বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজটিও হওয়ার কথা সে সময়েই। ফলে ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজটি খেলার পর টি-টোয়েন্টি সিরিজটিকে রূপ দেয়া হবে ত্রিদেশীয় সিরিজে।

Related Articles

Back to top button