বিনোদন

ঢাকাই সিনেমায় দক্ষিণী খল নায়ক

ভারতের দক্ষিণী সিনেমা ও তারকারা তুমুল জনপ্রিয় বাংলাদেশে। যাদের মধ্যে এদেশের দর্শকদের কাছে বেশ পরিচিত খল নায়ক কবির দুহান সিং। তাকে এবার দেখা যাবে ঢাকাই সিনেমায়।

এ ঘোষণা দেন কবির নিজেই। টুইটে এই খবর দিয়ে তিনি লেখেন, ‘নতুন শহর, নতুন জীবন, নতুন চরিত্র। এবার আমার খল চরিত্র গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশে পৌঁছেছে। এটা আমার ৪০তম সিনেমা। কিন্তু বাংলাদেশে প্রথম। সবাই ‘হ্যাশট্যাগ কবির ৪০’ লিখে আমাকে শুভেচ্ছা জানাতে পারেন।’

এই ঘোষণা পর্যন্ত আটকে আছে রহস্য। বিস্তারিত কিছুই জানাননি তিনি। তবে ধারণা করা হচ্ছে, বড় বাজেটের কোনো সিনেমা দিয়েই ঢালিউডে অভিষেক হবে এই দক্ষিণী তারকার।

তেলেগু ভাষার সিনেমা ‘জিল’ দিয়ে ২০১৫ সালে ক্যারিয়ার শুরু কবির দুহান সিংয়ের। এরপর তিনি নিয়মিত তামিল ও কন্নড় সিনেমাতেও অভিনয় করেন।

তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কিক-২, ভেদালাম, ডিক্টেটর, সরদার গাব্বার সিং, সুপ্রিম, পালওয়া, ইত্যাদি।

Related Articles

Back to top button