বিনোদন

তাদের গোপন কথাটি থাকেনি গোপন

বসন্তের সঙ্গে এসেছে ভালোবাসা দিবস। মানুষের জীবনে প্রেম আসে অনাবিল আনন্দ নিয়ে। যে সুখ দূর থেকে দেখেও পাওয়া যায় পরম তৃপ্তি। তারকাদের প্রেম নিয়ে মানুষের আগ্রহটা খানিক বেশি। লিওনেল মেসি থেকে বিরাট কোহলি, তাদের প্রেম তাই থাকে প্রায় আলোচনায়।

তবে এবারের ভালোবাসা দিবসে একটু ভিন্নভাবে দেখা যাক। তরুণ দু’জন তারকার গোপন থাকা প্রেমের খুঁজে বের হওয়া যাক-

গ্যাবা টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের পর একটা নাম এখন পরিচিত খুব ভারতীয় ক্রিকেটে। শুভমন গিল। এই ওপেনার এখন নিয়মিত সদস্য ভারতের টেস্ট দলে। অনেকদিন ধরেই তার সঙ্গে প্রেমের গুঞ্জন শচীন টেন্ডুলকার কন্যা সারার সঙ্গে।

তবে দুজনের কেউই সেটা স্বীকার করেননি কখনো, অস্বীকারও করেননি। মূল গুঞ্জনের শুরু এক ইনস্টাগ্রাম পোস্টের পর। সারা ও শুভমন দুজনেই একই রকম ক্যাপশন ‘আই স্পাই’ অর্থাৎ ‘আমি গুপ্তচর’ পোস্ট শেয়ার করার পর।

ভারতের আরও একজন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। তার সঙ্গে অভিনেত্রী আথিয়া শেঠির প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৯ সালে। এই ব্যাপারে জানতে চাওয়া হয় আথিয়ার বাবা সুনীল শেঠির কাছে। ওই সময় তিনি বলেন, ‘আমি কোনো সম্পর্কে নেই, আপনাদের আথিয়াকে জিজ্ঞেস করতে হবে।’

নিজেদের মধ্যেকার প্রেমের কথা স্বীকার না করলেও রাহুল ও আথিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট থেকেই তাদের সম্পর্কের ব্যাপারে ধারণা পাওয়া যায়। গত নভেম্বরে আথিয়ার সঙ্গে সূর্যস্নানের ছবি আপলোড করে ক্যাপশনে লিখেন ‘শুভ জন্মদিন পাগল শিশু’। সম্প্রতি তাদের একসঙ্গে ডিনারেও দেখা গেছে।

Related Articles

Back to top button