ঔষধ

নাটিভো এর কাজ কি

নাটিভো এর কাজ কি: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নাটিভো এর কাজ কি আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!

নাটিভো

নাটিভো একটা ছত্রাক নাশক এটা সাধারণত ছত্রাকের আক্রমণ দেখা দিলে বিভিন্ন ফসলে স্প্রে করানো হয়। কার্যকারিতা খুবই ভালো। এটা একটা ছত্রাক নাশক হিসেবে বাজারে রয়েছে।

আরও পড়ুন: সন্তান লাভের দোয়া

নাটিভো এর কাজ কি

নাটিভো ৭৫ ডব্লিউ জি প্রয়োগে ধান, সব্জি, আলু, পিঁয়াজ, আম, লিচু, পান, সয়াবিন, কলা ও চা সহ বহুবিধ ফসলের নানাবিধ রোগ দমন করা সম্ভব হয়, ফলে ফসলের রোগ দমনে সর্বাধিক কার্যকরী সমাধান।নাটিভো ৭৫ ডব্লিউ জি ফসলের রোগ প্রতিরোধক ও রোগ প্রতিষেধক উভয় হিসেবে কাজ করে

নাটিভো কখন দিতে হবে

আক্রান্ত জমিতে কাইচ থোর আসার আগে প্রতি বিঘায় ৫ কেজি করে পটাশ সার প্রয়োগ করতে হবে। জমিতে ১-২ ইঞ্চি পানি জমিয়ে রাখা ভাল। আক্রান্ত হওয়ার পূর্বে প্রতিরোধক হিসেবে নাটিভো ৬ গ্রাম/৫ শতক প্রয়োগ করতে হবে, তবে আক্রান্ত হয়ে গেলে প্রতিকারক হিসেবে ট্রুপার/দিফা ৮ গ্রাম/৫ শতক শেষ বিকেলে ৫-৭ দিন অন্তর দুবার প্রয়োগ করতে হবে।

নাটিভো ব্যবহারের নিয়ম

যদি ধানের ব্লাস্ট হয়ে থাকে তাহলে ১০ লিটার পানিতে ৬ গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে। এবং প্রতি একরে 120 গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে। এছাড়াও আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে প্রতি লিটার পানির ক্ষেত্রে ০.৫০ গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে।

এছাড়াও করে ১০০ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। এই নাটিভো ধানে আপনি দুইবার পর্যন্ত ব্যবহার করতে পারেন। এমনকি দুইবার নাটিভো ব্যবহারে ভালো ফলাফল আশা করা যায়। ৪০ থেকে ৪৫ দিনে একবার ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন যখন ধানের শিশ বের হবে।

রোগ ও তার প্রতিকার:

  • ধানের ব্লাস্ট রোগে – প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • ধানের খোল পোড়া রোগে -প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৪ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • সবজির লিফস্পট,এনথ্রাকনোজ,পাউডারী মিলডিউ রোগে -প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৫ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • আমের এনথ্রাকনোজ রোগে -৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে।
  • পিঁয়াজের পার্পল ব্লচ রোগে- প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৪ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • সয়াবিনের পাতার হলদে দাগ রোগে -প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ৬ গ্রাম প্রয়োগ করতে হবে।
  • চায়ের ডাই ব্যাক রোগে- প্রতি ১০ লিটার পানিতে ৫ শতাংশ জমির জন্য ১০ গ্রাম প্রয়োগ করতে হবে।

নাটিভো এর দাম কত

এই নাটিভো ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ১০০ গ্রাম বাজারে পাওয়া যায়। এবং এর মূল্য ১১৫ টাকা থেকে শুরু করে ৭৮০ টাকা পর্যন্ত হয়। ১০ গ্রাম নাটিভো এর মূল্য ১১৫ টাকা। ৪০ গ্রাম নাটিভো এর মূল্য ৩৫০ টাকা। এবং ১০০ গ্রাম নাটিভো এর মূল্য ৭৮০ টাকা।

আরও পড়ুন: পুত্র সন্তান লাভের দোয়া

আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: নাটিভো এর কাজ কি পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!

Related Articles

Back to top button