নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন দুশ্চিন্তা নেই মুশফিকদের
করোনা মহামারি আসার পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তামিম ইকবালরা। এই সফরে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশকে। কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটারদের জন্য বেশ দুঃসহ ব্যাপার। অনেকেই এই বন্দি দশা এড়াতে ক্রিকেট থেকে ছুটিও নিচ্ছেন। তবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে থাকার জন্য মানসিকভাবে তৈরি বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
সোমবার মিরপুরে তিনি বলেন, ‘দেখুন, বিশ্ব ক্রিকেটেই এটা নতুন ঘটনা। এর মধ্যে দিয়ে আমাদের ক্রিকেটাররাও এর আগে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এত লম্বা সময় না হলেও তিন চারদিনের কোয়ারেন্টাইনের অভিজ্ঞতা আছে। আপনি যদি দেখেন, অন্যান্য সব দেশ কিন্তু এর মধ্য দিয়েই যাচ্ছে। আমাদের ক্রিকেটারদের আমরা ব্রিফ করেছি, তারাও মানসিকভাবে তৈরি আছে।’
নিউজিল্যান্ডে বেশ কিছু সুবিধাও পাবে বাংলাদেশ। সাতদিনের কোয়ারেন্টাইনের সময় প্রতিদিন এক ঘণ্টা করে শারীরিক ব্যয়াম করার সুযোগ দেওয়া হবে টাইগারদের। এমনটিই জানিয়েছেন বিসিবির চিকিৎসক।
তিনি বলেন, ‘আমার মনে হয় প্রতিদিন এক ঘণ্টা যদি শারিরীক ব্যয়াম বা বাইরে সুযোগ দেয় সেটা ইতিবাচক হবে। যেহেতু ক্রিকেটাররা আগে থেকেই জানে নিউজিল্যান্ডে প্রথম ছয় দিন কী হবে, সেটার জন্য তারা প্রস্তুত আছে। আমার মনে হয় খেলোয়াড়রা খেলার জন্য মুখিয়ে আছে। তাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলবে না।’
বাংলাদেশ দলকে প্রতিদিন এক ঘণ্টা করে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেবাশীষ বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা এটা দেবে আচরণের ভিত্তিতে। আমরা আজ তাদের সঙ্গে কথা বলেছি, ওরা আমাদের বলেছে প্রতিদিন এক ঘণ্টা করে অনুশীলনের সুযোগ দেওয়া হবে।’