নিউজিল্যান্ডে শঙ্কায় বাংলাদেশ সিরিজ, একাধিক শহরে লকডাউন
দীর্ঘদিন পর প্রথমবারের মতো বিদেশ সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে আছেন তামিম ইকবালরা।
তবে এই সিরিজ নিয়ে হঠাৎই শঙ্কা দেখা দিয়েছে। নিউজিল্যান্ডে আবারও করোনাভাইরাসের কারণে দেশটির কয়েকটি শহরে লক ডাউন ঘোষণা করা হয়েছে। যার মধ্যে অকল্যান্ডের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে এক সপ্তাহের জন্য লেভেল-৩ অর্থাৎ সর্বোচ্চ স্তরের লক ডাউন ঘোষণা করা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডান জানিয়েছেন অকল্যান্ড ছাড়া বাকি শহরগুলোতে লেভেল-২ সতর্কতা জারি করা হয়েছে।অকল্যান্ডেই ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তবে যেহেতু লক ডাউন আপাতত এক সপ্তাহের জন্য, তাই এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই।
তবে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের বেশকিছু ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। অস্ট্রেলিয়া পুরুষ দল এবং ইংল্যান্ড নারী দলের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সিরিজের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শক ছাড়া স্টেডিয়ামে। এসব তথ্য জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
নিউজিল্যান্ডে বর্তমানে ১৪দিনের কোয়ারেন্টাইনে আছে বাংলাদেশ। আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ হবে ওয়ানডে তিন ম্যাচ। ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।