নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে মাহমুদউল্লাহ-সাইফউদ্দিন-শরিফুল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পরপরই শুরু হবে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের তোড়জোড়। তবে টেস্ট সিরিজের দলে না থাকা মাহমুদউল্লাহ রিয়াদের প্রস্তুতিটা শুরু হয়েছে একটু আগেভাগেই। আজ (শুক্রবার) বিসিবি একাডেমি মাঠে তার সঙ্গে অনুশীলন সারলেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার শরিফুল ইসলাম।
উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর কিছুদিন বিশ্রামে থাকবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এরপর নিউজিল্যান্ডের উদ্দেশে তামিম ইকবালদের দেশ ছাড়ার কথা ২৪ ফেব্রুয়ারি। তবে এর আগে নেই কোনো প্রস্তুতি ক্যাম্প। শুক্রবার সকালে একাডেমি মাঠে রানিং করেছেন রিয়াদ। এরপর সাইফউদ্দিন, শরিফুলদের বিপক্ষে নেটে লম্বা সময় ব্যাট করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
এদিকে সাইফউদ্দিন রানিং দিয়ে শুরু করে রিয়াদের বিপক্ষে বোলিং করেছেন। এরপর নেট সেশনে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলনও করেছেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে রিয়াদ ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন দুই ম্যাচে। প্রথম ম্যাচে অপরাজিত ৯ রান করার পর তৃতীয় ম্যাচে ৬৪ রানের ঝড়ো এক ইনিংসে বাংলাদেশকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহ।
সাইফউদ্দিন স্কোয়াডে থাকলেও খেলেছেন শেষ ম্যাচ। ব্যাট হাতে ৫ রানের পর বোলিংয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। তবে দুজনের মতো ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি শরিফুলের। স্কোয়াডে নাম থাকলেও একটি ম্যাচেও মাঠে নামা হয়নি তরুণ এ পেসারের।