লাইফস্টাইল

নিজেকে বিশ্বের সেরা অভিনেত্রী দাবি কঙ্গনার

গত কয়েক বছর ধরে লাগামহীন মন্তব্য বেড়েই চলছে কঙ্গনা রানাউতের। বলিউড কুইন থেকে তিনি এখন ‘বিতর্কিত কুইন’। ভক্তরাও বিরক্ত তার ওপর। এবার নিজেকে বিশ্বের সেরা অভিনেত্রী দাবি করে টুইট করেন এই বলিউড তারকা। আর এতেই আবারও বিতর্ক তাকে ঘিরে।

সম্প্রতি ‘থালাইভি’ ও ‘ধাকাড়’ সিনেমার দুটি দৃশ্য টুইটারে পোস্ট করে এমনটা জানান কঙ্গনা। ‘থালাইভি’ সিনেমায় দাক্ষিণের ‘আম্মা’ খ্যাত জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে ‘ধাকাড়’-এ তাকে দেখা গেছে অ্যাকশন নায়িকার চরিত্রে।

এই দুই চরিত্রের ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ব্যাপক পরিবর্তন। অভিনেত্রী হিসেবে আমি যে ধরনের বৈচিত্র ক্যামেরার সামনে তুলে ধরেছি। এই সময় দাঁড়িয়ে সারা বিশ্বে কেউ তা করতে পারেনি। মেরিল স্ট্রিপের মতো প্রতিভা আমার। গাল গাদোতের মতো অ্যাকশন ও গ্ল্যামার নায়িকা আমি।’

ছবি পরিবর্তন করে আবারও এক পোস্টে নিজের গুণগান করেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, ‘আমি খোলামেলা বিতর্কের আহ্বান জানাচ্ছি। বিশ্বে আমার চেয়ে প্রতিভাবান অভিনেত্রী যদি কেউ দেখাতে পারেন, আমি আমার অহংকার ত্যাগ করবো। এর আগে পর্যন্ত আমার মধ্যে এমন অহংকার থাকবে।’

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কঙ্গনা এমন অত্যাচার বাড়তে থাকে। তারকাদের সন্তানদের নিয়ে শুরু হয় তার বিতর্কিত মন্তব্য। এরপর শুরু করেন তারকাদের মাদকাসক্তে নিয়ে সমালোচনা। সেই থেকে আর থেমে নেই তিনি।

সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে নিয়মিত খবরের শিরোনামে রয়েছেন কঙ্গনা। ভারতে বিভিন্ন তারকাদের কৃষক বিরোধী বলেছেন তিনি। এখানে ছাড় পাননি মার্কিন পপ তারকা রিাহানাও।

Related Articles

Back to top button