নিষ্প্রাণ চুলের প্রাণ ফেরাতে

প্রাণহীন চুল আপনার বাহ্যিক সৌন্দর্য নষ্টের জন্য যথেষ্ট। রুক্ষ, শুষ্ক চুল কারোই কাম্য নয়। কিন্তু শীতের সময়ে তো বটেই, শীত চলে যাওয়ার পরেও চুল অনেকটা নিষ্প্রাণ হয়ে থাকে। শীতের শুষ্ক আবহাওয়া চুলের যে ক্ষতি করে তা পুষিয়ে নেয়ার জন্য বাড়তি যত্নের প্রয়োজন। প্রতিদিন কিছুটা সময় করে যত্ন নিলে চুলের প্রাণ ফিরে পাবেন সহজেই।
পরিচিত একটি তেল, যা প্রায় সবার বাড়িতেই রয়েছে সেই তেল হতে পারে আপনার চুলের যত্নে সেরা সমাধান। বলছি নারিকেল তেলের কথা। বাড়িতেই থাকে বলে নারিকেল তেলকে বিশেষ কিছু মনে হয় না। কিন্তু এটি চুলকে সুস্থ ও সুন্দর রাখতে দারুণভাবে কাজ করে। এই পরিচিত তেল দিয়েই সহজ কিছু হেয়ার মাস্ক বানিয়ে চুলে ব্যবহার করলে ফিরে পাবেন চুলের হারানো সৌন্দর্য।
মধু ও নারিকেল তেলের হেয়ারপ্যাক
মধু আমাদের রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। নারিকেল তেলের উপকারিতার কথাও অজানা নেই নিশ্চয়ই। এই দুটি উপাদানই আর্দ্রতায় পূর্ণ। এই দুই উপাদান ব্যবহার করে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখা সম্ভব। এর ব্যবহারে চুল আরও বেশি ঝলমলে হয়ে উঠবে। হেয়ারপ্যাকটি তৈরির জন্য প্রথমে নারিকেল তেল হালকা গরম করে নিতে হবে। এরপর তাতে মেশান সমপরিমাণ মধু। এবার সেই হেয়ার প্যাক শুকনো চুলে ভালোভাবে মেখে নিতে হবে। মিনিট বিশেক এভাবেই রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে চুলের হারানো উজ্জ্বলতা খুব দ্রুতই ফিরে আসবে।
ডিম ও নারিকেল তেলের হেয়ারপ্যাক
নারিকেলের সঙ্গে ডিমের পুষ্টি যোগ হলে তা চুলের গভীরে পুষ্টি পৌঁছে দিতে কাজ করে। ডিমে থাকা প্রোটিন চুলকে গোড়া থেকে শক্ত করে। নিষ্প্রাণ চুলের প্রাণ ফেরাতে অত্যন্ত কার্যকরী এই হেয়ারপ্যাক। এটি তৈরির জন্য প্রথমে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর তার সঙ্গে মেশাতে হবে দুই টেবিল চামচ নারিকেল তেল। ভালোভাবে মেশানো হলে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। এভাবে রেখে দিতে হবে পনেরো-বিশ মিনিট। এরপর ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে। এভাবে সপ্তাহে একদিন ব্যবহার করলে চুল হয়ে ওঠবে ঝলমলে, প্রাণবন্ত।
অ্যাভোকাডো ও নারিকেল তেলের হেয়ারপ্যাক
আপনার চুল যদি অতিরিক্ত শুষ্ক হয়ে যায় তবে তাতে প্রাণ ফেরাতে কাজ করবে নারিকেল তেল। আর তার সঙ্গে অ্যাভোকাডোর পুষ্টি যোগ হলে তো কথাই নেই। প্রথমে আপনাকে একটি অ্যাভোকাডো চটকে নিতে হবে। এরপর তাতে যোগ করতে হবে দুই টেবিল চামচ নারিকেল তেল। এবার এই দুই উপাদান ভালোভাবে মিশিয়ে নিন। চুলে ভাগ ভাগ করে এই হেয়ারপ্যাক আগা-গোড়া মেখে নিন। মিনিট পনেরো এভাবে রেখে এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই মিশ্রণ ব্যবহার করলে উপকার পাবেন।