খেলা

নেইমারদের বাড়াবাড়িতে মেসিও বিরক্ত

শেষ কিছুদিনে লিওনেল মেসিকে দলে ভেড়ানো নিয়ে নেইমারদের পিএসজি যেন একটু বেশিই মুখ খুলছে গণমাধ্যমে। প্রথমে খোদ নেইমার, এরপর তাদের ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো, সর্বশেষ কথা বলেছেন আনহেল ডি মারিয়া। এতে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘মেসিকে নিয়ে পিএসজি বেশি কথা বলছে’। এবার গোল ডট কম জানাচ্ছে, এ কারণে খোদ মেসিও নেইমারদের উপর নাখোশ।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ বাকি আছে আর পাঁচ মাস। এ সময়ে অন্য কোনো ইউরোপীয় ক্লাবের সঙ্গে কথা বলতেও সমস্যা নেই তার। এরই মধ্যে নিজের সিদ্ধান্ত এখনো জানাননি মেসি। যতো দিন গড়াচ্ছে, শেষের দিকে চলে আসছে তার চুক্তি। তাতে পাল্লা দিয়ে বাড়ছে ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জনও।

সে গুঞ্জনে শেষ কিছু দিনে হাওয়া দিয়ে চলেছেন পিএসজির খেলোয়াড়রা। ফরাসি দলটি বাদেও বার্সা অধিনায়ককে নিয়ে গুঞ্জন আছে ম্যানচেস্টার সিটিরও। তবে গোল ডট কম জানাচ্ছে, মেসির সঙ্গে গুঞ্জন থাকলেও এখনো কোনো প্রকারের কথা হয়নি কোনো পক্ষের সঙ্গেই। বরং আর্জেন্টাইন তারকা আরও অপেক্ষা করতে চান। আগামী ৭ মার্চ ক্লাবের নব-নির্বাচিত সভাপতির সঙ্গে কথা বলে তবেই সিদ্ধান্ত নিতে চান বলে জানা যাচ্ছে।

এদিকে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করবেন নাকি যোগ দেবেন নতুন কোনো ঠিকানায়, এ সিদ্ধান্ত নিতে বাড়তি সময় নেয়ার কারণে যে গুঞ্জন বাড়ছে গণমাধ্যমে, তাতে কিছুটা বিরক্ত মেসি। ইউরোপভিত্তিক সংবাদ মাধ্যম গোল জানাচ্ছে, ২০২১-২২ মৌসুমে কোথায় খেলবেন, বার্সেলোনায় নাকি অন্য কোথাও, সে খবরটা আসবে খোদ মেসির কাছ থেকেই। উল্লেখ্য, গেল গ্রীষ্মকালীন দলবদল মৌসুমেও দলে থাকার কথাটি মেসি নিজেই জানিয়েছিলেন গোল ডট কমকে।

Related Articles

Back to top button