পামেলা অ্যান্ডারসনের ষষ্ঠ বিয়ে, বর তাঁরই দেহরক্ষী
অনেকটা নীরবেই বিয়ের পিঁড়িতে বসেছেন কানাডিয়ান-আমেরিকান অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। বর তাঁরই দেহরক্ষী কানাডার অধিবাসী ড্যান হেহার্স্ট। গত মাসেই ড্যানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে গোপনে সারেন অনুষ্ঠান। জানা যায়, করোনাকালেই সম্পর্ক হয় দুজনের।
পশ্চিমা সংবাদ মাধ্যম জানায়, কানাডায় বড়দিনের সন্ধ্যায় গাঁটছড়া বাঁধেন তাঁরা। পামেলা নিজেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে বিয়ের খবর জানিয়েছেন। গত ২৫ বছরে এটি অভিনেত্রীর ষষ্ঠ বিয়ে।
ইনস্টাগ্রামে অভিনেত্রীর ফ্যান পেজ তাঁদের বিয়ের ছবিও শেয়ার করেছে। তাতে দেখা যাচ্ছে বিয়েতে সাদা পোশাক পরেছেন ৫৩ বছর বয়সী এই অভিনেত্রী।
জানা যায়, ‘বেওয়াচ’ অভিনেত্রীর এই বিয়ে খুব গোপনে তার কাছের মানুষদের নিয়ে আয়োজন করা হয়েছিল ব্রিটিশ কলাম্বিয়া’র ভ্যানকুভার আইল্যান্ডে।
১৯৯৫ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেন পামেরা। সেবার মাত্র চারদিনের পরিচয়ে বিয়ে করেন ড্রামার টমি লি’কে। সেই সংসারে অভিনেত্রীর দুটি সন্তানও রয়েছে। তবে মাত্র তিন বছরের মাথায় সেই ঘর ভেঙে যায়।
২০০৬ সালে মার্কিন গায়ক কিড রককে বিয়ে করেন পামেলা। সেই সংসারও ভেঙে যায় এক বছরের মাথায়।
২০০৭ সালে মার্কিন পোকার প্লেয়ার রিক সলোমনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। তার সঙ্গেও বিচ্ছেদ ঘটে পরের বছর।
২০১৪ সালে চতুর্থ বিয়ে করেন পামেলা। রিকের সঙ্গে তার সেই ঘরও টেকে মাত্র এক বছর।
সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতেই হলিউডের প্রযোজক জন পিটার্সকে বিয়ে করেন হলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেই বিয়ে টিকেছিল মাত্র ১২দিন। এবার ড্যান হেহার্স্টসের সঙ্গে কতটা থিতু হতে পারেন পামেলা-সেটাই এখন দেখার বিষয়!