পিএসজিতেই সুখী নেইমার
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে নেইমার জুনিয়রের পিএসজিতে পাড়ি জমানো ফুটবল ইতিহাসেরই অন্যতম আলোচিত ঘটনা। তবে ফ্রান্সে যাওয়ার পর শুরুর দিকে বেশ ভুগতে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টারকে। আবার ফিরতে চেয়েছিলেন বার্সায়। যদিও শেষ পর্যন্ত আর সেটি হয়নি।
তবে এখন আর পিএসজিতে ছাড়তে চান না বলে জানিয়েছেন নেইমার, ‘এখন আমি এখানে খুব সুখি। সবকিছু অনেক বদলে গেছে, এর কারণ নির্দিষ্ট করে বলতে পারব না- আমার মধ্যে হোক বা অন্য কিছুতে বদল এসেছে।’
পিএসজির আরেক তারকা কিলিয়ান এমবাপে। নেইমারের সঙ্গে মিলে পিএসজিকে সাফল্য এনে দিচ্ছেন তিনি। তবে সম্প্রতি শোনা যাচ্ছে পিএসজি ছেড়ে অন্য কোনো ক্লাবে চলে যেতে পারেন এমবাপে। তবে ফরাসি তারকাকে পিএসজিতেই থেকে থেকে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেইমার।
তিনি বলেন, ‘আমি পিএসজিতে থেকে যেতে চাই এবং আশা করি কিলিয়ানও থেকে যাবে। অবশ্যই এই চাওয়া সকল পিএসজি সমর্থকদেরও। কিলিয়ানের সঙ্গে আমার সম্পর্কটা ভাইয়ের মতো। আমরা একসঙ্গে খেলতে সত্যিই ভালোবাসি।’
নেইমার আরও বলেন, ‘আমরা চাই পিএসজি একটি দুর্দান্ত দলে পরিণত হোক এবং আমি এটাই করে যেতে চাই যেটা প্যারিসে প্রতিনিয়তই আমি করছি- ফুটবল খেলার মাঝে সুখ খুঁজে পাওয়া। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’