পিছিয়ে গেল বাংলাদেশের নিউজিল্যান্ড সফর সূচি
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজের পরই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবে দুই দল। যা শুরু হওয়ার কথা ছিল আগামী ১৩ মার্চ। তবে পূর্বের নির্ধারিত সূচিতে হচ্ছে না এই সিরিজ। ৭ দিন পিছিয়ে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২০ মার্চ।
সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা আছে টাইগারদের। সূচি অনুযায়ী প্রথম ৩টি ওয়ানডে হওয়ার কথা ছিল আগামী ১৩, ১৭ ও ২০ মার্চ। তবে সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে দুই দলের মাঠে লড়াই। নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২০, ২৩ ও ২৬ মার্চ যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে।
স্বাগতিক দেশের পক্ষ থেকে বলা হয়েছে, যৌক্তিক কারণে সূচিতে এমন পরিবর্তন। সেই দেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কুইন্সটাউনে ৫ দিনের একটি ক্যাম্প করতে চায় বাংলাদেশ দল। এজন্যই সূচিতে রদবদল। বদল এসেছে টি-টোয়েন্টি সিরিজের সূচিতেও। আগে যেখানে কুঁড়ি ওভারের ফরম্যাটের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ২৩, ২৬ ও ২৮ মার্চ। এখন তার পরিবর্তে নতুন সূচিতে ম্যাচ তিনটি হবে ২৮ মার্চ, ৩০ মার্চ ও ১ এপ্রিল।
২০১৯ সালে ক্রাইস্টচার্চ হামলার পর এটিই হবে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের প্রথম সফর। ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক বন্দুকধারীর হামলায় মারা গিয়েছিলেন ৫০ জনের বেশি মানুষ। তারপরই সফর শেষ না করেই দেশে ফিরে আসে বাংলাদেশ দল।