প্রোফাইলের নিরাপত্তায় নতুন ফিচার আনছে ফেসবুক
ব্যবহারকারীদের প্রোফাইলের নিরাপত্তায় নতুন ফিচার আনছে ফেসবুক। ২০২১ সালের শুরুতেই তারা এমন ফিচার নিয়ে আসবে।
ফেসবুক বলছে, ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী তারা সুরক্ষা আরও বাড়াবে। এতে তাদের নিজস্ব সিকিউরিটি প্রোগ্রাম ফেসবুক প্রোটেক্ট ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা হাই সিকিউরিটি প্রোফাইল ব্যবহার করে থাকেন। ফেসবুকের এমন ফিচার আগামী বছর থেকে সাধারণ মানুষও ব্যবহার করতে পারবেন। হ্যাকিং থেকে নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।
ফেসবুকের সিকিউরিটি পলিসি বিভাগের প্রধান ন্যাথানিয়েল গ্লাসিয়ের বলেন, ‘হ্যাকাররা তাদের হ্যাকিংয়ের জন্য সোশ্যাল মিডিয়াকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে গণ্য করে থাকে। আপনি কোনো রাজনৈতিক দলের সদস্য কিংবা কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের সদস্য নন তার মানে এই নয় আপনার প্রোফাইল নিরাপদ। যেকোনো সময় আপনার প্রোফাইলও হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।’
২০০৪ সালে যাত্রা শুরু করে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
সম্প্রতি ফেসবুক নতুন ভার্সন প্রকাশ করেছে। ২০২১ সালেও ফেসবুক কিছু নতুন ফিচার প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ মানুষ সোশ্যাল মিডিয়াটি ব্যবহার করছে।