ফেসবুক থেকে বিদায় নিলেন ন্যান্সি

সামাজিক মাধ্যমে সক্রিয় এখন প্রায় সব তারকা। যেখানে নিয়মিত তাদের কাজের খবর জানান। সঙ্গীতশিল্পী ন্যান্সিও সেই তালিকার একজন। কিন্তু ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) হঠাৎ বন্ধ করে দেন তার ভেরিফাইড করা ফেসবুক পেজ।
ফেসবুক পেজ বন্ধের কারণ জানাতে ২০ মিনিট আগে একটি পোস্ট শেয়ার করেন ন্যান্সি। তিনি লেখেন, ‘অযাচিত কৈফিয়ত দেবার আগ্রহ হারিয়েছি অনেক আগেই। এখন নতুন করে কাউকে জবাবদিহি করার কারণ খুঁজে পাচ্ছি না। দেখেও না দেখার ভান করা স্বভাবে নেই। সত্য বলতে জানি, শুনতেও জানি। মিথ্যুক, খোলস পরা, বিকৃত রুচির মানুষদের কাছ থেকে দূরে থাকাই শ্রেয়। আমি আমার লোকদের নিয়ে আনন্দেই আছি। শত প্রতিকূলতাতেও মনকে কখনও কলুষিত করতে দেইনি, আজও দিবোনা।’
ভক্তদের উদ্দেশ্যে ন্যান্সি আরও লেখেন, ‘এই পেজটি আপাতত আর পাবলিশ করে রাখবার প্রয়োজন দেখছি না। যদি কখনো পাবলিশ করি নিশ্চয়ই জানতে পারবেন। আমার জীবন আমি আমার মতো পরিচালনা করতে চাই।’
সম্প্রতি গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে মামলা করেছিলেন ন্যান্সি। এ নিয়ে নানান বিতর্ক চলে। সামাজিক মাধ্যমে তাদের মন্তব্য জানাচ্ছিলেন দুজনই। ধারণা করা হচ্ছে, এসব থেকে দূরে থাকতে ফেসবুক পেজ বন্ধের সিদ্ধান্ত নেন এই জনপ্রিয় গায়িকা।