বিনোদন

ববির নতুন চমক

এ সময়ের আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মহামারি করোনার কারণে দীর্ঘদিন নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি। বিরতি ভেঙে চমক নিয়ে আসছেন এই অভিনেত্রী। ‘রণযোদ্ধা’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই চলচ্চিত্রের গল্পে সাতজন নায়ককে দেখা যাবে। এটি নির্মাণ করবেন সাতজন নির্মাতা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজক সাকিব সনেট।

এ প্রসঙ্গে ববি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান সাত বীরশ্রেষ্ঠ ও একজন বীরাঙ্গনাকে নিয়েই তৈরি হবে এই চলচ্চিত্রটি। এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আশা করছি, এটি আমার ক্যারিয়ারের বাঁক বদলের একটি চলচ্চিত্র হবে। দর্শক ভালো একটি চলচ্চিত্র দেখতে পাবেন।’ নায়িকা হিসেবে সম্প্রতি ববি চুক্তিবদ্ধ হয়েছেন।

বিগ বাজেটের এই সিনেমার উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান পুণ্য ফিল্মস ও বি হ্যাপি এন্টারটেইনমেন্ট। সাত বীরশ্রেষ্ঠের ভূমিকায় অভিনয় করবেন দেশের জনপ্রিয় সাতজন নায়ক। তবে তাদের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না প্রযোজক। নির্মাতারা হলেন কাওসার আহমেদ, সানী সানোয়ার, রাশিদ পলাশ, গৌতম কৈরী, সাকিব সনেট, কামরুল রিফাত ও রাইসুল ইসলাম অনিক। আসছে রোজার পর ‘রণযোদ্ধা’র দৃশ্যধারণ শুরু হবে।

ববি জানান, মার্চ থেকে শুটিং করার চিন্তা রয়েছে। সেভাবেই সব পরিকল্পনা সাজাচ্ছেন একটু একটু করে। তিনি বলেন, ‘আমি আসলে প্রস্তুতি ছাড়া হুটহাট কোনো কাজ করতে পারি না। শুটিংয়ের সময় আমি কোনো গাফিলতি করি না। পুরোপুরি ফিট না হয়ে যদি শুটিংয়ে নেমে পড়ি; তাহলে কাজ করে মজা পাব না। তাই একটু সময় নিচ্ছি। বুঝেশুনে ধীরে-সুস্থেই শুটিংয়ে ফিরব। আর যেহেতু আমার করোনা হয়েছিল, তাই একটু সাবধানতা অবলম্বন করছি। সতর্ক থাকছি।’ যায়যায়দিন

Related Articles

Back to top button