বিনোদন

বাপ্পা-তানিয়ার অতিথি ৩ তারকা দম্পতি

গানের পাশাপাশি উপস্থাপনার আসনে অনেকবার দেখা গেছে বাপ্পা মজুমদারকে। অন্যদিকে তার স্ত্রী তানিয়া হোসেন অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ জনপ্রিয়। এবার এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখা যাবে অনুষ্ঠান উপস্থাপনায়।

‘ম্যাটার অব লাভ’ অনুষ্ঠানে বাপ্পা ও তানিয়ার অতিথি ছিলেন তিন তারকা দম্পতি। তারা হলেন এফএস নাঈম-নাদিয়া আহমেদ, জোবায়দুল হক রিম- মাসুমা রহমান নাবিলা ও ইরফান সাজ্জাদ-শারমিন সাজ্জাদ। এরইমধ্যে ৪০ মিনিট ব্যপ্তির এই অনুষ্ঠানে শুটিং সম্পন্ন হয়েছে।

অতিথিরা তাদের ভালোবাসার গল্পগুলো শেয়ার করেছেন নিজেরদের মতো করে। দাম্পত্য জীবনের বিভিন্ন সিক্রেট এবং ব্যক্তিগত বিষয় অকপটে বলেছে যা অনুষ্ঠানের চমক। এছাড়া প্রত্যেকেই তাদের যা কিছু প্রথম সেগুলো জানিয়েছেন। পাশাপাশি চোখ বেঁধে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশের সেগমেন্টে অংশ নিয়েছেন। বিভিন্ন প্রশ্নপর্বে ইয়েস/নো সেগমেন্টে অংশ নিয়েছেন নাঈম-নাদিয়া, রিম-নাবিলা এবং ইরফান সাজ্জাদ-শারমিন সাজ্জাদ।

‘ম্যাটার অব লাভ’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ। তিনি বলেন, ‘বাপ্পা মজুমদার এবং তানিয়া হোসেন তাদের বিয়ের পর এই প্রথম কোনো টিভি শোতে এলেন। তাও আবার প্রথমবারের মতো উপস্থাপনা করলেন। সোহেল রানা বিদ্যুৎ বলেন, ‘ম্যাটার অব লাভ’ অনুষ্ঠানে প্রত্যেক তারকা দম্পতি পরস্পরের প্রথম দেখা, মন দেয়া-নেয়ার না বলা কথা বলেছেন। প্রত্যেক কাপলই পছন্দমতো বিয়ে করেছেন।’

অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি (রবিবার) ১৪ ফেব্রুয়ারি বিকেল ৫টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায়।

Related Articles

Back to top button