বিনোদন

বারাক ওবামার প্রযোজনায় নেটফ্লিক্সের ৬ প্রজেক্ট

ক্ষমতা ছাড়ার পর সৃজনশীল কাজে মন দিয়েছেন ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সঙ্গে রয়েছেন স্ত্রী মিশেলা ওবামা। দুজন মিলে গড়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনস’। ২০১৮ সালে যাত্রা শুরু হয় তাদের। একই বছরে চুক্তি হয় নেটফ্লিক্সের সঙ্গে।

নেটফ্লিক্সের জন্য একাধিক কন্টেন্ট নির্মাণের কথা উল্লেখ রয়েছে চুক্তিতে। সেই অনুসারে ২০১৯ সালে মুক্তি পায় এই প্রজেক্টের ডকুমেন্টারি ‘আমেরিকান ফ্যাক্টরি’। যেটি ২০২০ সালে সেরা ডকুমেন্টারি বিভাগে অস্কার জয় করে।

এবার একসঙ্গে ৬টি নতুন কন্টেন্ট নির্মাণ শুরু করেছে ওবামার প্রযোজনা প্রতিষ্ঠান। এরমধ্যে রয়েছে পাকিস্তানি বংশদ্ভুত ব্রিটিশ লেখক মহসিন হামিদের উপন্যাস অবলম্বনে একটি সিনেমা। ‘এক্সিট ওয়েস্ট’ শিরোনামে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে এক দম্পতিকে ঘিরে। যারা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য যাদুর দরজা খুঁজে পায়।

আরও একটি সিনেমা নির্মাণ হবে বিজ্ঞানের কল্পকাহিনি নিয়ে। ‘স্যাটেলাইট’ শিরোনামে এই সিনেমা নির্মাণ করবেন ‘স্টার ওয়ারস’ খ্যাত পরিচালক রায়ান জনসন। এটি প্রযোজনা করবেন রাম বার্গম্যান।

প্রজেক্টের তৃতীয় সিনেমার নাম ‘টেনজিং’। এখানে নেপালের এক ব্যক্তির গল্প উঠে আসবে। যিনি প্রথম এভারেস্ট জয় করেছিলেন স্যার এডমন্ড হিলারির সঙ্গে।

চতুর্থ সিনেমার নাম ‘দ্য ইয়াং ওয়াইফ’। যেখানে দেখানো হবে এক মেয়ের বিয়ের দিনের ঘটনা। দিনটিতে একটি মেয়ের ওপর বয়ে যাওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হবে এই সিনেমায়।

‘হাইয়ার গ্রাউন্ড প্রোডাকশনস’ থেকে আরও নির্মাণ হবে দুটি ওয়েব সিরিজ। সেগুলো ‘ফায়ারকিপারস ডটার’ ও ‘অ্যাঞ্জেলিন বোলে’। এছাড়া ন্যাশনাল পার্ক নিয়ে নির্মাণ করা হবে একটি ডকুমেন্টারি।

Related Articles

Back to top button