খেলা

বিদেশি কোচের অভাব বোধ করছেন না জাহানারা

করোনার আগেই চলে গিয়েছিলেন আঞ্জুম জৈন। অদৃশ্য ভাইরাসের ভয়াবহতা কাটিয়ে বাংলাদেশে ছেলেদের ক্রিকেট ফিরেছে অনেক আগেই। সিলেটে এক মাস ধরে ক্যাম্প করেছে নারী দলের ক্রিকেটাররাও।

তবে কোনো হেড কোচ ছাড়াই এই ক্যাম্প চালিয়েছেন সালমা আক্তার-জাহানারা আলমরা। ছিলেন না কোনো বিদেশি কোচও। তবে তাদের কারোই অভাব করেননি নারী দলের তারকা জাহানারা আলম।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না হেড কোচের কোন অভাব আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে পুরোটাই বোর্ডের ব্যাপার।আমাদের সহকারী কোচ আছে, তার সাথে আমাদের স্কিল ভিত্তিতে কোচ দেওয়া হয়েছে। যেমন সিলেটে নির্বাচক মঞ্জু ভাই কাজ করেছেন, উনি একজন পেস বোলার ছিলেন। উনি আমাদের পেস বোলারদের নিয়ে আলাদা করে কাজ করেছেন। এখানে আসার পর ব্যাটিং সানু স্যার, স্পিন কোচ ওয়াহিদ গনি স্যার আছেন। সুতরাং বলা যায় মোটামুটি পরিকল্পনা মোতাবেক ভালোই চলছে।’

আগামী ২৮ মার্চ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন জাহানারা। এই সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন এই তারকা অলরাউন্ডার।

তিনি বলেন, ‘সিলেটে ৫০ ওভারের ম্যাচ খেলেছি ১০ টা। সেখানে সবাই মোটামুটি ফিট ছিল, কেউ কিন্তু ইনজুরিতে পড়েনি। এদিক থেকে আমি বলতে পারি তারা যথেষ্ট ফিট। স্কিলের দিক থেকে যদি বলি আমাদের সেঞ্চুরি ছিল, পাঁচ উইকেট হয়নি তবে ৪ উইকেট ৩ উইকেট ছিল। বোলাররা ভালো করেছে। সবকিছু মিলিয়ে বলা যায় আমরা প্রস্তুত।’

Related Articles

Back to top button