ডেস্ক রিপোর্টঃ
আমার ঘর আলো করে যিনি আছেন, তিনি শুধু শংসা নয়,প্রশংসা পাবার সব গুণই আছে। দিবসে কিচ্ছু যায় আসে না। কিন্তু আমরা নারীর প্রতি যত নিন্দামন্দ করি,শংসা সে তুলনায় খুব কম।
রফিক উল্লাহ আফসারীর মতন ‘এক চক্ষু হরিণ’ চোখে নারীকে দেখার অভ্যাস ভয়ানক অবশ্যই পরিহার্য। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে বিদায়ের প্রাক্কালে অফিসার্স ক্লাবের অনুষ্ঠানে বলেছিলাম, আমরা যেন ঘরের লোকেদের অধ্যবসায় নিষ্ঠা ও খাটুনিকে রেসপেক্ট করি।
আরও বলেছি,নিজের স্ত্রীর অপার অবদান স্বীকার করতে। মিসেস এর সুনাম করার মধ্যে ‘স্বর্গ’ রচিত হতে পারে মর্ত্যে। অহেতুক বাগাড়ম্বর নয়,সত্য তুলে ধরুন।একজন বউকে বেধড়ক গালিগালাজ করেন। তিনিও অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছেন ‘মা হবার’ অবিশ্বাস্য যন্ত্রণা সয় যে নারী,তাকে কী তুচ্ছ করতে পারি? আমার মা, আমার দেখা সেরা মানুষ। আমার সন্তানের মা আমার শ্রেষ্ঠ বন্ধু,সহযাত্রী ও পরম আপন।
“অকারণ তাদের মনে কষ্ট দেবো না; এই হোক স্ত্রীকে প্রশংসা করার দিনের মন্ত্রণা।”