বিনোদন

বিরিয়ানি খেতে চেয়ে বিপদে নুসরাত ফারিয়া!

nusrat faria

অভিনেত্রী নুসরাত ফারিয়া বিরিয়ানি খেতে চেয়ে বিপদে পড়েছেন। প্রিয় খাবার নিয়ে টুইটারে মজাদার একটি পোস্ট করেন তিনি। সঙ্গে একটি ব্যয়ামের ছবি দিয়েছিলেন। আর তাতেই যত বিপত্তি। জিমের একটি ক্যান্ডিড শট টুইটারে শেয়ার করেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, নুসরাত জিমের পোশাক পরে আছেন। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন জিমের অপর প্রান্তে। নিজের চোখের চাহনি নিয়ে নুসরাত নিজেই মজা করে লিখেছিলেন, ‘আই সি বিরিয়ানি ওভার দেয়ার।’

এই পোস্টের কমেন্ট বক্সে প্রথমদিকে মজার মজার কমেন্ট পড়তে শুরু করে। কেউ বলেন, ‘হায়দরাবাদ আসুন, এখানে দারুণ বিরিয়ানি পাওয়া যায়।’ কেউ আবার তার রূপের প্রশংসা করেন।

তবে আচমকাই ঘটনার মোড় ঘুরে যায়। বেশ কিছু আপত্তিকর মন্তব্য ভেসে আসতে শুরু করে নেট পাড়ায়। শত শত অশ্লীল মন্তব্য পড়তে শুরু করে। অনেকে কমেন্ট বক্সে কুরুচিকর ছবি পোস্ট দিয়েছেন। যদিও এ নিয়ে পাল্টা উত্তর দেননি নুসরাত।

তবে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশের মধ্যে অশ্লীল মন্তব্য করার ট্রেন্ড অনেকটাই বেড়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Back to top button