খেলা

বেকারের ভুলে হারল লিভারপুল, শীর্ষে রইল সিটি

আবারও ভুল করলেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক এলিসন বেকার। সাত মিনিটে ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের জালে তিন গোল দিলো লেস্টার সিটি। হারাল ম্যাচ। লিভারপুলের এই দুর্দশার রাতে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার দুপুরে হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে হেরেছে ইয়ুর্গেন ক্লপের দল। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল লিভারপুলই। ৬৭ মিনিটে গোল করেছিলেন মোহাম্মদ সালহ। ডি-বক্সে ফিরমিনোর দারুণ ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে ঠিকানা খুঁজে নেন মিশরের ফরোয়ার্ড সালাহ।

৭৮তম মিনিটে ফ্রি কিকে সমতা ফেরান ম্যাডিসন। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের পাল্টায় সিদ্ধান্ত। ফ্রি কিকের সিদ্ধান্তটিও এসেছিল ভিএআরের সাহায্যে। রেফারি প্রথমে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন।

ম্যাচের ৮৫তম মিনিটে ভুল করে বসেন বেকার। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করতে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে তিনি ধাক্কা খান সতীর্থের সঙ্গে। বল পেয়ে এগিয়ে ফাঁকা জালে পাঠান ভার্ডি। ৮৫তম মিনিটে লেস্টারের জয় নিশ্চিত করেন বার্নস।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে ইংলিশ লিগের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে লেস্টার। ২৪ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে তাদের ৪৬ পয়েন্ট। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চারে আছে লিভারপুল।

অন্যদিকে প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ৩-০ গোলে টটেনহ্যামকে হারিয়েছে তারা। রদ্রির গোলে দলটি এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ইলকাই গিনদোয়ান।

২৩ ম্যাচে ১৬ জয় ও পাঁচ ড্রয়ে সিটির পয়েন্ট ৫৩। শেষ পাঁচ ম্যাচে চতুর্থ হারের তোতো স্বাদ পাওয়া টটেনহ্যাম সমান ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে আছে আটে।

Related Articles

Back to top button