ব্যবসায় উন্নতির দোয়া
ব্যবসায় উন্নতির দোয়া: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ব্যবসায় উন্নতির দোয়া আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!
এক নজরে দেখে নিন
ব্যবসায় উন্নতি
ব্যক্তির মুনাফা পাওয়ার আশায় পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি এবং মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের লক্ষ্যে সেগুলো বণ্টন এবং এর সহায়ক সবরকম বৈধ, ঝুঁকিবহুল ও ধারাবাহিক কার্যকে ব্যবসা বলে।জীবনের তাগিদে প্রত্যেক মানুষকে জীবিকা অর্জন করতে হয়। জীবিকা অর্জনের অন্যতম মাধ্যম ব্যবসা-বাণিজ্য। কোনো মুমিনের ব্যবসা-বাণিজ্যের কর্মপন্থা যদি হয় মহান আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে, তাহলে তা ইবাদতে পরিণত হয়। বাহ্যিকভাবে তাকে দুনিয়াবি কাজ মনে হলেও পরকালে এর বিনিময়ে বিশেষ সম্মাননার সুসংবাদ রয়েছে।
রিফাআহ বিন রাফি (রা.) বলেন, মহানবী (সা.)-কে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন প্রকারের জীবিকা উত্তম? উত্তরে তিনি বলেন, নিজ হাতের কামাই এবং সৎ ব্যবসা। (বুলুগুল মারাম, হাদিস : ৭৮২)
আরও পড়ুন:পুত্র সন্তান লাভের দোয়া
ব্যবসায় উন্নতির দোয়া
কেউ যদি মহান আল্লাহর এই আদেশ মেনে, তাঁর ওপর পূর্ণ আস্থা রেখে ইবাদত পালনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য করে, আল্লাহর ভয়ে হারাম থেকে বিরত থাকে, সঠিকভাবে সম্পদের জাকাত আদায় করে, তবে তার সফলতা নিশ্চিত।
দান-সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে (অর্থাৎ প্রাচুর্য আসবে)। ’ (সহিহ বুখারি, হাদিস : ৫৩৫২)
আমলের পাশাপাশি একটি দোয়ার ওপর আমল করা যেতে পারে এতে আল্লাহ তায়ালা বরকত দান করবেন। দোয়াটি হলো-
আরবি : اللهم اكْفِنِي بِحَلَالِكَ عن حَرَامِكَ ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ : আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ : হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী কোরো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর। (তিরমিজি, হাদিস : ৩৫৬৩; মুসনাদ আহমদ, হাদিস : ১৩২১)
ব্যবসায় উন্নতি লাভের আমল
পাপাচার থেকে মুক্ত থাকা: এর জন্য অন্যতম বিষয় হলো পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা। কারণ নেক আমল ও ভালো কাজে যেমন মানুষের জীবন-জীবিকায় বরকত আসে, তেমনি পাপ কাজ জীবন-জীবিকার বরকত নষ্ট করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে, নেক কাজে আয়ু বাড়ে আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়।’-(মুসনাদে আহমদ, হাদিস : ২২৪১৩)
হালাল পন্থায় আয়: রিজিকে বরকতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হালাল পন্থায় আয় করা। হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ।’ (শুআবুল ইমান, বায়হাকি; কানযুল উম্মাল: ৯২০৩)। তিনি আরও বলেন, ‘সকল মুসলিম নারী ও পুরুষের ওপর হালাল উপার্জন ফরজ।’ (জামিউল আখবার: ১০৭৯)
আরও পড়ুন: কন্যা সন্তান লাভের দোয়া
তাকওয়া ও আল্লাহভীতি: তাকওয়া ও খোদাভীতি যে জীবিকা লাভের অন্যতম একটি উপায়, এ প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)।
পারিশ্রমিক প্রদানে অবহেলা না করা: ব্যবসায় বরকত লাভের গুরুত্বপূর্ণ আমল হলো, কর্মচারীর অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া। যারা কর্মচারীদের হক নষ্ট করে তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হবেন। (বুখারি, হাদিস : ২২২৭)
ইসলামের বিধি-বিধান মেনে ব্যবসা করা: হকভাবে ব্যবসা করতে হলে অবশ্যই ইসলামের ব্যবসাসংক্রান্ত বিধানগুলো জেনে সে মোতাবেক ব্যবসা করার চেষ্টা করা মুমিনের দায়িত্ব। কোনো বিষয়ে সন্দেহ হলে বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করে করা আবশ্যক। নইলে রিজিকে হারামের অনুপ্রবেশের আশঙ্কা সৃষ্টি হয়। ওমর (রা.) বলেছেন, ‘যার দ্বিন প্রসঙ্গে সঠিক জ্ঞান আছে শুধু সে-ই যেন আমাদের বাজারে ব্যবসা করে। ’ (তিরমিজি, হাদিস : ৪৮৭)
ব্যস্ততায় আল্লাহর ইবাদত ভুলে না যাওয়া: যারা কাজের চাপে কিংবা ব্যবসার ব্যস্ততায়ও মহান আল্লাহর স্মরণকে ভুলে যাবে না, মহান আল্লাহ তাদের উত্কৃষ্ট প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেই সব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের উত্কৃষ্টতম প্রতিদান দেবেন। অর্থাৎ শুধু কর্মের প্রতিদানই শেষ নয়; বরং আল্লাহ নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামতও দান করবেন। ’ (সুরা : নুর, আয়াত : ৩৭-৩৮)
আরও পড়ুন: টনসিল ফোলা কমানোর উপায়
আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: ব্যবসায় উন্নতির দোয়া পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!