বিনোদন

ভাপা পিঠা তৈরি করছেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

শীত এলেই পড়ে যায় পিঠ খাওয়ার ধুম। দেশের আনাচে-কানাচে দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী সব পিঠা। এবার পিঠা বানাতে দেখা গেল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ২৯ জানুয়ারি সন্ধ্যায় নায়িকা নিজেই ভাপা পিঠা বানাচ্ছেন এমন একটি ভিডিও ফেসবুক পেজে শেয়ার করেন।

প্রিয় অভিনেত্রীকে এভাবে পিঠা বানাতে দেখে আনন্দ প্রকাশ করে তাঁর ভক্তরা। আর কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এ নিউজ লেখা পর্যন্ত ভিডিওটি ভিউয়ার পেয়েছে ৪ লাখ ৮০ হাজার।

ভিডিওতে দেখা যায়, আরো কয়েকজন নারীর সঙ্গে শীতের চাদর গায়ে পিঠা বানাচ্ছেন নুসরাত ফারিয়া। অন্য বাঙালি নারীদের মতোই খুব মনোযোগ দিয়ে নিপুণ হাতে পিঠা বানাচ্ছেন তিনি। ভিডিও ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘ভাপা পিঠা তৈরি করছি।’

ভিডিওতে ফারিয়া বলেন, ‘শীতকাল প্রায় শেষের দিকে। আজ তৈরি করছি ভাপা পিঠা। তবে নতুন চালের কারণে পিঠা সুন্দর হচ্ছে না। আমরা অনেক মিলে পিঠা বানাচ্ছি। আমি কয়েকটি বানিয়েছি।’

এ সময় তাঁর সঙ্গে যারা পিঠা বানাচ্ছেন তাদেরও দেখিয়ে দেন অভিনেত্রী। একজনকে পিঠা খাওয়ার আমন্ত্রণ দিতেও দেখা যায় তাঁকে।

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও সুনাম কুড়িয়েছেন। আজকাল গানও করছেন। এরইমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর গাওয়া দুটি গান।

গত বছরের শেষ দিকে করোনায় আক্রান্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া। সুস্থ হয়ে আবার ফিরেছেন কাজে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্যাম বেনেগালের নির্মাণাধীন চলচ্চিত্র ‘বন্ধবন্ধু’তেও দেখা যাবে তাঁকে।

Related Articles

Back to top button