বিনোদন

ভারতে ফিরে বোরকা পরতে বলা হয়েছিল প্রিয়াঙ্কাকে

Priyanka

মার্কিন তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস এঞ্জেলসে ঘর বেঁধেছেন প্রিয়াঙ্কা চোপরা। এরপর হলিউডে ব্যস্ততা বেড়েছে তার। তাই বলিউডে এখন অতিথি পাখি তিনি।

বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া আলোচনায় রয়েছেন তার বায়োগ্রাফি ‘আনফিনিশড’ নিয়ে। ১০ ফেব্রুয়ারি (বুধবার) প্রকাশ হয়েছে বহুল প্রতিক্ষিত বইটি। যেখানে তিনি ক্যারিয়ারের বিভিন্ন অধ্যায় তুলে ধরেছেন।

বইটি নিয়ে এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বসেন প্রিয়াঙ্কা। যেখানে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রিয়াঙ্কা জানান, তাকে ‘ব্রাউন টেররিস্ট’ বলে আক্রমণের বিষয়টি। ২০১২ সালে নিউইয়র্কে মুক্তি পায় তার প্রথম গান ‘ইন মাই সিটি’। সেই সময় তাকে এমন কটাক্ষ করা হয়। প্রশ্ন তোলা হয়েছিল, একজন বাদামি রঙের মানুষ আমেরিকায় কী করছেন?

শুধু তাই নয়, প্রিয়াঙ্কাকে ভারতে ফিরে বোরকা পরে থাকতে বলা হয়েছিল। এমনকি তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয় বলে জানান অভিনেত্রী। এর আগে বিশ্ব সুন্দরীর খেতাব জয়ের সময়ও এমন কটাক্ষের শিকার হতে হয়েছে এই তারকাকে।

প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের অনেক তারকা বর্ণ বিদ্বেষের মুখে পড়েছেন। ‘বিগ ব্রাদার’ শিরোনামে এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে শিল্পা শেঠিকে হেনস্থা করা হয়েছিল। যা সহ্য করতে না পেরে এক সময় কেঁদে ফেলেন তিনি। শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট পরে সেখান থেকে বের হয়ে গিয়েছিলেন বলিউডের এই তারকা।

Related Articles

Back to top button