তথ্যপ্রযুক্তি

ভারতে ‘সবচেয়ে দ্রুতগতির’ ইলেক্ট্রিক মোটরসাইকেল বিক্রি শুরু

দুই চাকার ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ান ইলেক্ট্রনিক্স’ ভারতের হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে নিজেদের তৈরি ‘ক্রিডন’ ইলেক্ট্রিক মোটরসাইকেল বিক্রি শুরু করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, ‘ক্রিডন’ ভারতের সবচেয়ে দ্রুতগতির ইলেক্ট্রিক মোটরসাইকেল। ঘণ্টায় এর গতি সর্বোচ্চ ৯৫ কিলোমিটার।

২০২১ সালের জানুয়ারির মধ্যে ভারতের আরও দুই রাজ্য তামিলনাড়ু ও কেরালাতেও এর বিক্রি শুরু হবে বলে গত বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে ‘ওয়ান ইলেক্ট্রনিক্স’ কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে মহারাষ্ট্র ও ভারতের রাজধানী অঞ্চল দিল্লিতেও এই মোটরসবাইকেলের বিক্রি শুরু হবে।

ভারতে ‘ক্রিডন’ সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন দাবি করে ওয়ান ইলেক্ট্রনিক জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিচালিত এই মোটরসাইকেল ইকোমোডে ১১০ কিলোমিটার এবং স্বাভাবিক মোডে ৮০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গৌরব উপাল বলেন, ‘দ্রুতগতিসম্পন্ন ও অনেক বছর ধরে চালানো যাবে এমন একটি মোটরসাইকেল তৈরির চেষ্টা করছি আমরা।’

তিনি আরও বলেন, ‘হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে ক্রিডন মোটরসাইকেল জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও আমরা কেবল শুরু করেছি।’

ওয়ান ইলেক্ট্রনিক্সের প্রধান পরিচালনা কর্মকর্তা অভিজিৎ শাহ বলেন, ‘বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে আমাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং আমরা এই সেবার মানোন্নয়নের চেষ্টা করে যাচ্ছি।’

গত অক্টোবরে ‘ক্রিডন’ নামে নতুন ইলেক্ট্রিক মোটরসাইকেলটি বাজারে আসে। তখন এর মূল্য ছিলো এক লাখ ২৯ হাজার রূপি।

ফিচার হিসেবে এই মোটরসাইকেলে রাইডিং মোডস, ডিস্ক ব্রেকস, ডিজিটাল অডেমিটার ও জিপিএস প্রযুক্তি রয়েছে।

উল্লেখ্য, ভারত ছাড়াও লাতিন আমেরিকা, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যেও ব্যবসা রয়েছে ওয়ান ইলেক্ট্রনিক্সের।

Related Articles

Back to top button