ভারতে ১০ কোটিতে কোহলিই প্রথম
ব্যাট হাতে বিরাট কোহলির রেকর্ডের অন্ত নেই। প্রতিনিয়তই তিনি ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। অধিনায়ক হিসেবেও কম যান না। তবে এবার ভারতীয় অধিনায়ক অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে।
প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে কোহলির ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ১০০ মিলিয়ন বা ১০ কোটি। নামি বলিউড তারকারাও অনেক পেছনে রয়েছেন কোহলির। তার পর অবস্থান করা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ৬ কোটি।
ক্রিকেটারদের মধ্যে কোহলিরই ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার। সমস্ত খেলার মধ্যে তিনি চারে। ক্রীড়া ব্যক্তিত্বদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার জুভেন্তাস ও পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।
২৬৫ মিলিয়ন ফলোয়ার তার। এরপরেই বার্সেলোনার আর্জেন্টাইন রাজপুত্র লিওনেল মেসি, ১৮৬ মিলিয়ন ফলোয়ার বার্সা অধিনায়কের। তিনে রয়েছেন ব্রাজিল তারকা নেইমার।
ইনস্টাগ্রামে স্পনসরড পোস্টে বিশ্বের শীর্ষ ১০ উপার্জনকারীদের তালিকাতেও আছেন বিরাট। একমাত্র ক্রিকেটার হিসেবে এই নজির কোহলির। ৬ নম্বরে আছেন তিনি। সিআর সেভেন ইনস্টাগ্রামে স্পনসরড পোস্ট করে সবচেয়ে বেশি টাকা উপার্জন করেন। লকডাউনেও রোনাল্ডোর উপার্জন হয়েছে ৩৭৯, ২৯৪ পাউন্ড। প্রতি পোস্টর জন্য তিনি নেন ১২৬, ৪৩১ পাউন্ড।