বিনোদন

ভালোবাসা দিবসে কর্নিয়ার ‘খেয়ালি মন’

সময়ের আলোচিত গায়িকাদের একজন জাকিয়া সুলতানা কর্নিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা থেকে তার উঠে আসা। আসছে বিশ্ব ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে আসছেন তিনি। এদিন সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে ‘খেয়ালি মন’ শিরোনামের গান-ভিডিওটি প্রকাশ করবেন তিনি।

গানটির কথা লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের ওপর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন। গানের কথার সঙ্গে মিল রেখেই করা হয়েছে ভিডিও। শুটিং হয়েছে কক্সবাজার, রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে।

গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘তারেক আনন্দ ভাই লিরিকটি পাঠানোর পর খুব ভালো লাগে। এরপর হৃদয় হাসিন সুর করার পর শুনে সিদ্ধান্ত নিই গানটা আমার চ্যানেল থেকে ছাড়ব। চেষ্টা করেছি ভালো করে গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।’

গায়িকা আরও বলেন, ‘আমার ইউটিউব চ্যানেলটি এখনও নতুন। তাই ভক্তদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি নিয়মিত নতুন নতুন গান উপহার দেব।’ নিজের চ্যানেল থেকে প্রকাশের লক্ষ্যে আরও কিছু গান নিয়ে কাজ করছেন বলেও জানিয়েছেন গায়িকা।

Related Articles

Back to top button