বিনোদন

ভিন্ন রূপে দেখা দিলেন ভাবনা

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কিছুদিন আগে জানিয়েছিলেন প্রথমবারের মতো বিটিভির ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের ধারাবাহিকটি পরিচালনা করছেন অনিমেষ আইচ।

ধারাবাহিকটিতে অবহেলিত এক কিশোরীর চরিত্রে অভিনয় করছেন ভাবনা। যার পৃথিবীতে সে একাই। কিন্তু তার আছে অদ্ভূত এক ক্ষমতা। যে কি না ভবিষ্যৎ বলে দিতে পারে। ২৬ ফেব্রুয়ারি থেকে নাটকটির শুটিং করছেন ‘ভংকর সুন্দর’ তারকা।

ভাবনা তখন জানিয়েছিলেন এখানে নিজের চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য তিনি শুকাচ্ছেন। এতে তার চুলও থাকবে ছোট। সব মিলিয়ে নতুন একটা লুকে দেখা যাবে তাকে।

এবার সামনে এল ভাবনার সেই নতুন লুক। চরিত্রটির জন্য অভিনেত্রী নিজেকে কিভাবে বদলে ফেলেছেন তা বোঝা গেলো তার ফেসবুকে প্রকাশিত এসব ছবি থেকে। পোস্টে ভাবনা জানিয়েছেন, অতিলৌকিক গল্পের এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ‘অর্পিতা’। ক্যাপশনে লেখেন, ‘আমি অভিনেত্রী হয়ে জন্মাইনি, তবে আমার জন্মটা অবশ্যই নাটকীয় ছিল।’

ভাবনা আরও জানান, সিরিয়ালটির গল্প লিখেছেন বিটিভির মহা পরিচালক হারুণ অর রশীদ। এতে আরও অভিনয় করছেন অরুনা বিশ্বাস, রওনক হাসান, জেনি প্রমুখ।

Related Articles

Back to top button