খেলোয়াড়দের ভ্যাকসিন দেবে বিসিবি
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখপাত্র জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, বিভিন্ন স্তরে মার্চের মধ্যেই ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার কাজটা শেষ করতে চায় বিসিবি। যেন এপ্রিলের কোনো এক সময়ে ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানো যায়।
জালাল আরও জানিয়েছেন, বিসিবি সম্প্রতি এক বোর্ড সভায় জাতীয় দলের ক্রিকেটারদের প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তাদের, যারা আসছে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের জন্য দেশ ছাড়বেন। সে সফরে তামিম ইকবালের দল খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়ার পর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদেরকে দেয়া হবে বলে জানান তিনি।
গেল বছর মার্চে এনসিএলের দ্বিতীয় রাউন্ড চলাকালেই স্থবিরতা নেমে আসে বাংলাদেশের ক্রিকেটে। এরপর গত সেপ্টেম্বরে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেট ফিরেছে মাঠে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হয়েছে, এরপর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হয়েও গেছে। নিয়ম মেনে, জৈব সুরক্ষা বলয়ে থেকে সেসব টুর্নামেন্ট করা গেলেও তবে নিয়মিত আসরগুলোয় ক্রিকেটারদের অংশগ্রহণ বেশি বলে সেগুলো আয়োজন সম্ভব হয়নি, তাই টুর্নামেন্টগুলো রয়ে গেছে হিমাগারেই। করোনার ভ্যাকসিন সব খেলোয়াড় পেলে তবেই সেসব থেকে অনিশ্চয়তার মেঘ সরবে।