ইসলাম

মার্কিন উইসকনসিন আইনসভায় ১ম মুসলিমের শপথ

যুক্তরাষ্ট্রের ২০২০ সালের নির্বাচনে উইসকনসিন অঙ্গরাজ্যের আইনসভায় প্রথম মুসলিম সদস্য ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে সামবা বালদেহ নির্বাচিত হয়েছেন। গত সোমবার (২৮ ডিসেম্বর) সামবা আইনসভায় শপথ গ্রহণ করেন।

সামবাহ পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার বংশোদ্ভুত। তিনি একজন রাজনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ। তিনি ম্যাডিসন শহরের উত্তর-পূর্ব অর্ধেক সমন্বিত অংশের ৪৮তম তম বিধানসভা জেলার একজন ডেমোক্র্যাট হিসেবে উইসকনসিন রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হন।

এই অঙ্গরাজ্যের আইন পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার আগে তিনি মেডিসোন সিটি কাউন্সিলে দায়িত্ব পালন করেন। এছাড়াও ২০১৮-১৯ মৌসুমে তিনি কাউন্সিল প্রধান ছিলেন।

টিএমজে ফোর-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উইসকোনসিন শহরের নাম সর্বপ্রথম শুনেছেন ওয়াশিংটনডিসিতে। এই প্রসঙ্গে সামবা বলেন, শহরের নামটা উচ্চারণ করা অনেকটা কঠিন ছিল। আর আমি জানতাম না যে- এমন অবাক করা কোনো কিছু ঘটতে যাচ্ছে।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সামবা জানিয়েছেন- মহমারি, বেকারত্ব, আবাসন সংকট, অপরাধ ও শিক্ষাব্যবস্থার পুনর্গঠন নিয়ে কাজ করবেন। তিনি বলেন, ‘আমি মানুষের জন্য কাজ করে যাবো। কাজ করতে থাকব। এতে আমি আমার সর্বোচ্চ দেবো। আশা করি খুব ভালো ফলাফল লাভ করবো।’

২০২০ সালে মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীরা অভূতপূর্ব বিজয় অর্জন করেন। রেকর্ড সংখ্যক সদস্য প্রতিদ্বন্ধিতা করেছেন। এতে অনেকে মুসলিম প্রার্থী প্রথম বারের মতো জয়ী হন।

যুক্তরাষ্ট্রের আইন ও সামজসেবা দেওয়া সর্ববৃহৎ সংস্থা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনের (সিএআইআর) এক প্রতিবেদনে জানা যায়, এ বছরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক ১১০ জন মুসলিম প্রার্থী জয়ী হন।

Related Articles

Back to top button