মা হওয়ার ইঙ্গিত দিলেন দীপিকা?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি মা হতে যাচ্ছেন-এমন কানাঘুষা চলছিল অনেকদিন ধরেই। এতদিন মুখ না খুললেও এবার যেন বিষয়টি পরিষ্কার করতে যাচ্ছেন দীপিকা। দুই দিন আগে ইনস্টাগ্রাম পোস্ট করা একটি ছবিতে সেই সুখবরেরই ইঙ্গিত দিলেন তিনি!
ছবিতে দেখা যাচ্ছে হালকা সাদা রঙের সালোয়ার-কামিজ পরে হাসিমুখে নিচের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি মাত্র একটি শব্দ ‘ফেব্রুয়ারি’ লেখেন। আর সেই ছবিতে লাভ ইমো পড়েছে প্রায় ২০ লাখ!
এর পরপরই ছবিটি নিয়ে রীতমত গবেষণায় নামে নেটিজেনরা। অনেকেই ধারণা আসছে ফেব্রুয়ারিতে মা হতে যাচ্ছেন এই নায়িকা। তারই ইঙ্গিত দিয়েছেন এই পোস্টে। তবে ভক্তদের কোনো প্রশ্নের উত্তর দেননি দীপিকা। তবে স্ত্রীর হাসিমুখের উজ্জ্বল ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন রণবীর সিং। দীপিকার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেলে সেই ইঙ্গিতও।
এই তো গত জানুয়ারি মাসে মা হয়েছেন বলিউড অভিনত্রী আনুশকা শর্মা। এই ফেব্রুয়ারিতেই মা হতে যাচ্ছেন কারিনা কাপুর। দীপিকাও কি যোগ হতে যাচ্ছেন মা হওয়ার এই তালিকায়? সেটি জানতে হলে থাকতে হবে অপেক্ষায়।
দীপিকা পাড়ুকোন এখন শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ সিনেমার শুটিং করছেন। এতে জন আব্রাহামও থাকছেন। হৃতিক রোশনের সঙ্গে ৩০০ কোটির ‘রামায়ণ’-এও এই নায়িকাকে দেখা বলে খবর বেরিয়েছে।