বিনোদন

মেদ ঝরাতে শুভশ্রী যা করছেন

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মা হয়েছেন গত বছর । সন্তান গর্ভে আসার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন কলকাতার এই জনপ্রিয় নায়িকা। এরপর ‘বেবি বাম্প’-এর জন্য ভারি হতে থাকে তার শরীর। মেদ জমায় অনেকটা অচেনা লাগছিল তাকে। কিন্তু সেই অবস্থাতে সবসময় নিজের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

কিন্তু এখন আবারও পুরোনো রূপের ফিরছেন শুভশ্রী। শরীরের বাড়তি মেদ ঝরাতে উঠে পড়ে লেগেছিলেন। নিয়মিত জিম করছেন। খাবারের দিকেও নজর দিয়েছেন।

শুভশ্রী সম্প্রতি তার ইনস্টাগ্রামে শরীরচর্চার ছবি ও ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে জিমে ব্যস্ত তিনি। এমনকি ভিডিওতে নতুন মায়েদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘৫ মাসের মায়েরা, আমরা সকলে এখন আপার বডি লাইট ওয়েট দিয়ে শরীর চর্চা শুরু করতে পারি।’ পরামর্শের পাশাপাশি চিকিৎসকের পরামর্শও নিতে বলেন তিনি।

২০১৮ সালে সাতপাঁকে বাঁধা পড়েন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। ২০২০ সালে সেপ্টেম্বরে নায়িকার কোলজুড়ে আসে ছেলে ইউভান। সন্তান আগমনের পর তাকে নিয়েই ব্যস্ত ছিলেন শুভশ্রী।

এবার আবারও শুরু কাজে ফেরার প্রস্তুতি। তাই সবার আগে চাই নিজেকে ফিট করা। আর সেজন্যই পুরোদমে ব্যস্ত হয়ে উঠেছেন পুরোনো রূপে ফিরতে।

Related Articles

Back to top button