বিনোদন

মেয়েকে নিয়ে মিথিলার বই

জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক রাফিয়াত রশিদ মিথিলা অনেক আগ থেকেই লেখালেখির সঙ্গে জড়িত। নিজের অনেক গানের কথাই লিখেছেন তিনি। লিখেছিলেন বইও। তবে এবার নিজের আদরের মেয়ে আইরা তেহরীম খানকে নিয়ে ভ্রমণবিষয়ক বই লিখেছেন এই অভিনেত্রী।

বইটির নাম ‘আইরা আর মায়ের অভিযান’। সিরিজ আকারে বইটি লিখবেন তিনি। সেই সিরিজেরই প্রথম গল্প ‘তানজানিয়ার দ্বীপে’ এবারের বইমেলায় প্রকাশিত হবে। প্রকাশ করবে ‘লাইট অব হোপ’ নামে একটি সংস্থা।

বইটি নিয়ে ঢাকা পোস্টকে মিথিলা বলেন, ‘আমার আর আইরার একসাথে ঘুরে বেড়ানোর অভ্যাস আইরার ছোটবেলা থেকেই। কাজের সূত্র ধরে আইরাকে নিয়ে উগান্ডা, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশে গেছি। দুজন মিলে তানজানিয়ায়র একটি দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প উঠে এসেছে এবারের বইটিতে।’

মিথিলা আরও বলেন, ‘এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আমার আর আইরার তো অনেক মজার মজার অভিজ্ঞতা। মনে হতো সেটা যদি অন্য বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। যাতে তারাও সেম জার্নিটার ভেতর দিয়ে যেতে পারে। বইটা কথা বলার মতো করেই লিখেছি। গল্পে আমি আর আইরা দুটি চরিত্র। আমি শিওর বইটা যখন মেলায় প্রকাশিত হবে সব বাবা-মা এবং বাচ্চারা কানেক্ট করতে পারবে।’

Related Articles

Back to top button