মেয়েদের অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট ওসাকার
নিজের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন আর চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জয়ের মুকুট মাথায় তুলেছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। শনিবার মেয়েদের এককের ফাইনালে জেনিফার ব্রেডিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের এবারের আসরের শিরোপা জিতেছেন তিনি।
শনিবার রড লেভার অ্যারেনায় যুক্তরাষ্ট্রের ব্রাডিকে হারাতে বেগ পেতে হয়নি জাপানি কন্যার। এক ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ের সরাসরি সেটে ৬-৪ ও ৬-৩ ব্যবধানে জয় পেয়েছেন ওসাকা। নিজের চতুর্থ গ্র্যান্ডস্ল্যাম জিতে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওসাকা বলেন, ‘আমি শেষ গ্র্যান্ড স্ল্যামে দর্শকদের সামনে খেলতে পারিনি। এই শক্তিটাই অনেক অর্থবহ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। এই মুহূর্তে গ্র্যান্ডস্ল্যাম খেলতে পারাটা দারুণ ব্যাপার, এটা এমন কিছু যা আমি গ্রহণ করতে পারবো না। এই সুযোগটার জন্য ধন্যবাদ।’