বিনোদন

মেয়ের ছবি প্রকাশ করলেন আনুশকা, জানালেন নাম

‘বিরুস্কা’র মেয়েকে দেখার জন্য অধীর আগ্রহে ছিলেন ভক্তরা। পৃথিবীতে আগমনের পর নতুন অতিথিকে আড়ালে রেখেছেন এই তারকা দম্পতি। শুধু তাই নয়, ছবি প্রকাশ না করার জন্য চিঠি পাঠানো হয়েছিল পাপারাজ্জিদের। এত নাটকীয় ঘটনার ইতি টানলেন আনুশকা নিজেই।

সকল জল্পনার অবসান ঘটিয়ে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অনুশকা শর্মা। ১ ফেব্রুয়ারি (সোমবার) সকালে সামাজিক মাধ্যমে দেখা যায় আনুশকা, বিরাট ও তাদের মেয়েকে। সন্তানের নাম রেখেছেন ‌বামিকা।

আনুশকা পোস্টে লিখেছেন, ‘আমাদের মধ্যে সবসময় ভালোবাসা পরিপূর্ণ ছিল। আমাদের মেয়ে ভামিকা সেই পূর্ণতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। হাসি, কান্না, উদ্বেগ, সুখ সবকিছুই যেন এক মুহূর্তে পরিবর্তন হয়েছে যায়। সবাইকে ধন্যবাদ, যারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের আগস্টে এই দম্পতির সন্তান আসার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তারা জানান নতুন বছরের শুরুতেই আগমন ঘটবে নতুন অতিথির। অবশেষে এ বছর ১১ জানুয়ারি (সোমবার) আনুশকা-বিরাটের ঘরে নবজাতকের আগমন হয়।

নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সুখবরটি দিয়েছিলেন বিরাট। সেখানে লেখা ছিল, ‘আজ বিকালে আমাদের কন্যা সন্তানের আগমন ঘটেছে। যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আনুশকা ও নবজাতক দুজনই ভালো আছে। আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো। সবার জন্য ভালোবাসা।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট-আনুশকা দম্পতি।

Related Articles

Back to top button