ঘুরে আসুন

যে ৪ দেশ সম্পর্কে মানুষ ভুল জানে

মানুষের জীবনে ছন্দ আনতে ভ্রমণের জুড়ি মেলে না। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা দেশ। এসব দেশের মধ্যে কিছু দেশ সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে। তার মধ্যে যে ৪ দেশ সম্পর্কে মানুষ ভুল ধারণা রাখে সেসব দেশ সম্পর্কে উপস্থাপন করছি।

১. ইরানের তেহরান

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে ইরানের রাজধানী তেহরান সম্পর্কে জনপ্রিয় ভুল ধারণা হলো ইরানের তেহরান মরুভূমিবেষ্টিত একটি শহর। প্রকৃতপক্ষে ইরানের তেহরান শহরে আধুনিক ও প্রযুক্তিসমৃদ্ধ বিশ্বের অন্যান্য শহরের মতো রয়েছে অভিজাত ভবন ও উঁচু দালান। তেহরানের সব অংশ মরুভূমিবেষ্টিত নয়।

২. এন্টার্কটিকা

এন্টার্কটিকা মহাদেশের নাম শুনলেই আমাদের চোখে ভাসে বরফের একটি দেশ। এন্টার্কটিকা সম্পর্কে ভয়ংকর যে কথা প্রায়ই শোনা যায় তা হলো মহাদেশটিতে দুর্গম অঞ্চল। প্রকৃতপক্ষে অ্যাডভেঞ্চারপ্রেমী মানুষের ভ্রমণের জন্য এন্টার্কটিকা উৎকৃষ্ট স্থান।

৩. ইউক্রেনের কিয়েভ

ইউক্রেন নাম শোনার সঙ্গে সঙ্গই যুদ্ধবিগ্রহের একটি ছবি অনেকের মনের কোণে ভেসে ওঠে। ইউক্রেনের কিছু অংশ নিয়ে রাশিয়ার সঙ্গে বিরোধ থাকার কারণে যুদ্ধবিগ্রহের ছবি কল্পনা করা স্বাভাবিক। তবে ইউক্রেন মানেই যুদ্ধবিগ্রহের দেশ-এই কথা বলা সঙ্গত নয়।

৪. কসোভো

বলকান অঞ্চলের ছোট একটি দেশ কসোভো সম্পর্কে বর্তমান বিশ্বের তেমন মাথাব্যথা নেই। কিন্তু এই ছোট দেশের ইতিহাসে যুগোশ্লাভিয়ার সৈন্যদের সঙ্গে আলবানিয়ার বিদ্রোহীদের যুদ্ধ হয়েছিলো। সাধারণ মানুষের কাছে কসোভা বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধের কারণে বিখ্যাত হলেও বর্তমানে কসোভোর রাজধানী প্রিস্টিনা পূর্ব ইউরোপের অন্যতম নিরাপদ দেশ।

Related Articles

Back to top button