রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে আবারও গুঞ্জন
রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেমের খবর পুরো বলিউডের জানা। তাদের সম্পর্কের কারণে আরও ঘনিষ্ঠ হয়েছে কাপুর ও ভাট পরিবার। এরপর থেকে বিয়ের খবরের অনেকবার শিরোনামে এসেছেন এই তারকা জুটি।
সম্প্রতি আবারও গুঞ্জন উঠেছে রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে। পরিবার বা তাদের পক্ষ থেকে যদিও এমন কিছু জানানো হয়নি। তবে কিছু বিষয় উঠে আসার পর থেকে আবারও বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়।
কিছুদিন আগেই শোনা যাচ্ছিল মুম্বাইতে ফ্ল্যাট খুঁজছিলেন রণবীর ও আলিয়া। সেই থেকে বিয়ের খবর নিয়ে আবারও জোরালো গুঞ্জন শুরু হয়েছে।
অন্যদিকে নিতু কাপুর সম্প্রতি হাজির হয়েছেন ডিজাইনার মণীশা মালহোত্রার বাসায়। সেখানে নাকি আলিয়ার পোশাকের নকশা পছন্দ করছিলেন রণবীরের মা। কিন্তু এ নিয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিবারের কেউ।
বিভিন্ন গুঞ্জন রটলেও রণবীর ও আলিয়া স্পষ্ট জানিয়েছিলেন, ঘোষণা দিয়েই বিয়ে করবেন তারা। সময় হলে সেই খবর জানাবেন ভক্তদের।
উল্লেখ্য, রণবীর কাপুর ও আলিয়া ভাট দুজনই এখন ব্যস্ত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমা নিয়ে। প্রথমবার এই তারকা জুটিকে পর্দায় দেখবে দর্শক। এটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়।
অন্যদিকে সম্প্রতি মুক্তি পেল আলিয়া ভাটের নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র টিজার। সিনেমাটির পরিচালক সঞ্জয় লীলা বানশালি। দীপিকার পর এবার আলিয়াকে নিয়ে নতুন বাজি ধরেছেন এই নির্মাতা। জানা যায়, ৩০ জুলাই মুক্তি পাবে এই সিনেমা।