খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে চাঁদপুরে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ

মুহাম্মদ বাদশা ভূঁইয়া। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে চাঁদপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।

সোমবার ৯ অক্টোবর বিকেলে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও নেতৃত্বে বিক্ষোভ মিছিল শহরের হাজী মহসিন সড়ক থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিকদল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীঅংশ নেন।

এ সময় সরকারের পদত্যাগ ও দলীয় চেয়ারপার্সনের মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কচুয়ার বিএনপি নেতা মোশারফ হোসেন, ফরিদগঞ্জের এম এ হান্নান ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার কিছু হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আমাদের দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, এমএ শুক্কুর পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি,যুগ্ম সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর,তানভীর হুদা,সাংগঠনিক সম্পাদক মুনিরচৌধুরী ,
সাংগঠনিক সম্পাদক হাজী মোশাররফ হোসেন,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারন সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাডঃ হারুনুর রশীদ, ,মহানগর ড্যাবের সভাপত ডাঃ সরকার শামীম , হাজীগঞ্জ বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটওয়ারীসহ নেতৃবৃন্দ।

Related posts

Leave a Comment