চাঁদপুরে জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা

মুহাম্মদ বাদশা ভূঁইয়া।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ সদর ও হাইমচর আসনে জাকের পার্টির এমপি প্রার্থীদের যাচাই বাছাই উপলক্ষে নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠানে চাঁদপুর দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি কাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে, মুফতি মাওলানা মোঃ শরিফুল ইসলাম সাইফুলের পরিচালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাকের পার্টির সদস্য সচিব শামীম হায়দার, সদস্য মাহবুবুর রহমান হায়দার, আব্দুল লতিফ খান যুবরাজ, নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম, মহিলা ফ্রন্টের নেতৃ রেনু বেগম, কেন্দ্রীয় যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, মৎস্যজীবী ফ্রন্ট এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ হাওলাদার, মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তালাবা ফ্রন্ট জাকের পার্টি, চাঁদপুর জেলা জাকের পার্টির সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, হাইমচর উপজেলা বাস্তহারা ফ্রন্ট এর সভাপতি জালাল উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার সহ চাঁদপুরের জাকের পার্টির অঙ্গ সহযোগী সংগঠন ও কাউন্সিল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর-৩ আসনে জাকের পার্টির একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলের মাধ্যমে নুরুল ইসলাম বেপারী কে প্রার্থী নির্বাচিত করা হয়।

Related posts

Leave a Comment