মোঃ বাদশা ভূইয়া।
প্রাথমিক সদস্য সংগ্রহে নামছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। (১৬সেপ্টেম্বর) থেকে এ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সংগঠনটি চাঁদপুর জেলা শাখা।
শনিবার(১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা যুবলীগের দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে
এ কার্যক্রমের উদ্বোধন করবেন চাঁদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর।
এ অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবু পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য কাওসার আহমেদ সোহাগ পাটোয়ারী, রিপন ভদ্র, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,আসিফুজ্জামান পাটোয়ারী, চাঁদপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সদস্য, হোসাইন মাহমুদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বাকী বিল্লাহ উত্তম পাটোয়ারী, এত সদর ছাত্রলীগের সাবেক ত্রাণ ও সমাজকর্মীরে সম্পাদক কালাম, যুবলীগ নেতা শেখ শরিফ সহযুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর জেলা যুবলীগের,দায়িত্বপ্রাপ্ত দপ্তর থেকে জানানো হয়েছে এ কার্যক্রম আগামী এক সপ্তাহ চলবে।