রেকর্ড ছাড়িয়েছে অ্যাপলের বিক্রি
ক্রিসমাসের সময় বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা অ্যাপলের স্মার্টফোন, ল্যাপটপ ও অন্যান্য গ্যাজেটের বিক্রি রেকর্ড ছাড়িয়েছে। ২০২০ সালের শেষ তিন মাসে অ্যাপলের মোট বিক্রি হয়েছে ১১১ বিলিয়ন ডলার। মহামারীর মধ্যেও অ্যাপলের গ্যাজেট বিক্রি অনেক বেড়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বে এখন অ্যাপলের ১৬৫ কোটি সক্রিয় ব্যবহারকারী ও ১০০ কোটিরও বেশি আইফোন ব্যবহারকারী রয়েছে। অ্যাপলের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা লুসা মাইস্ত্রি বলেন, ‘বিশ্বে অ্যাপলের ব্যবসা অনেক ভালো চলছে।’
ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান ইভস এক ব্লগপোস্টে বলেন, ‘গত সাড়ে তিন বছরে ফাইভ-জি প্রযুক্তির অ্যাপলের ব্যবসায়ের পরিধি অনেক বড় হয়েছে।’
যুক্তরাষ্ট্রের বড় এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান করোনা মহামারীর মধ্যেও ব্যবসায়ে লাভজনক অবস্থানে রয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মহামারীর মধ্যেও অ্যাপলের গত তিন মাসে ১০০ বিলিয়ন ডলার অর্জন বিস্ময়কর। অন্যদিকে গত বছর ফেসবুকও অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। অন্যান্য টেক কোম্পানির তুলনায় অ্যাপল বর্তমানে অনেক ভালো অবস্থানে রয়েছে।
ফেসবুক-অ্যাপল বিতর্ক
অ্যাপল বলেছে, গত বছর তারা ২৮৮ কোটি ডলার আয় করেছে। ফেসবুক ও মাইক্রোসফটের মতো অন্যান্য টেক কোম্পানিও ব্যবসায়ে লাভবান হয়েছে।
ফেসবুক বুধবার বলেছে, মহামারীর মধ্যে অনলাইন শপিংয়ের মাধ্যমে ফেসবুকের আয় দ্বিগুণ হয়েছে। একইভাবে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে।