বিনোদন

রোশনের চোখে সেই ‘অপরাধী’ কী শ্রাবন্তী?

এক সময় এয়ারলাইন্সের চাকরি করতেন। পরে খুলেছেন জিমনেসিয়াম। কিন্তু তাকে সবাই চেনে স্ত্রী, টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী হিসেবেই। শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে বারবার সংবাদের শিরোনামও হয়েছেন রোশন সিং।

রোশন-শ্রাবন্তীর সম্পর্কে চিড় ধরার খবর আর গোপন নেই। কিছুদিন আগে রোশন আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছিলেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। দুজনের সাম্প্রতিক কিছু পোস্টও দিচ্ছে তেমনই ইঙ্গিত। এ নিয়ে নানান চর্চাও চলছে।

সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট না হলেও রোশনের ইনস্টাগ্রামে বিভিন্ন পোস্ট থেকে নেটাগরিকদের ধারণা, শ্রাবন্তীই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। তাই বিভিন্নভাবে নিজের যন্ত্রণার কথা প্রকাশ করেন রোশন।

কদিন আগে রোশন তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাঁর মুখ দেখা যাচ্ছে না। কিন্তু বোঝা যাচ্ছে, তিনি গাড়িতে। গাড়ির সঙ্গে সঙ্গে বেজে উঠছে বাংলাদেশের গায়ক আরমান আলিফের গাওয়া ভাইরাল হওয়া বিরহের গান ‘অপরাধী’। গান শোনার পাশাপাশি রাস্তার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করছেন রোশন।

‘মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে’ গান শুনতে শুনতে নির্দিষ্ট কারও কথা মনে পড়লেও তাকে উৎসর্গ করতে পারছেন না তিনি? আর তাই কি ক্যাপশনে লিখলেন, ‘কেবল একটি গান। কাউকে উৎসর্গ করছি না।’ তবে কি রোশনের কাছে সত্যিই ‘অপরাধী’ হয়ে গেলেন শ্রাবন্তী?

Related Articles

Back to top button